২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনামঃ
আজ ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস। আজ ৬ই ডিসেম্বর সুনামগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবস,৪৮জন শহীদের গণকবরে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী প্রদান চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেল ও মোবাইলসহ আটক ২ সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের মনোনয়ন বঞ্চিত দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার ভারতীয় হাইকমিশনের অনুরোধের অন্তঃসত্ত্বা সোনালীকে বিএসএফের নিকট হস্তান্তর করল বিজিবি কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়নে নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি হরিণাকুণ্ডুতে ভোর হলো ঝিনাইদহের আয়োজনে সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজে নবান্ন উৎসব ২০২৫ উদযাপিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বম্ভরপুরের ভাদেরটেক বাজারে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিজয় মাসে যুবক ও তরুন প্রজন্মকে নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়নে নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫,

নিজস্ব প্রতিবেদক
অভিভাবকদের উদ্বেগ—আসন সংকট, শিক্ষার পরিবেশ উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ

ঝিনাইদহের ঐতিহ্যবাহী কোটচাঁদপুর পৌরসভার শিক্ষার মানোন্নয়ন নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ক্রমবর্ধমান শিক্ষার্থী সংখ্যা, বিদ্যমান প্রতিষ্ঠানের আসন সংকুলান এবং সরকারি কোটার নির্ধারিত সীমাবদ্ধতার কারণে নতুন একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জোরালো হয়েছে।

এই প্রেক্ষাপটে স্থানীয় শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে গত শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, পৌর এলাকার শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার গুণগত মান বজায় রাখতে নতুন বিদ্যালয় স্থাপন সময়ের দাবি। এ বিষয়ে বিদ্যালয়ের সম্ভাব্য স্থান নির্ধারণ, নতুন স্কুলের নামকরণ এবং সার্বিক কাঠামো কেমন হবে—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি লিয়াকত আলী, ফারুক হোসেন খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির ও কামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুল কাইয়ুমসহ পৌরসভার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল। সঞ্চালনা করেন বলুহর শেখ মুজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান।

বক্তারা একযোগে বলেন, শিক্ষা–সংস্কৃতি–খেলাধুলা ও মেধা বিকাশের সুস্থ পরিবেশ গড়ে তুলতে অভিভাবক–শিক্ষক–প্রশাসনকে যৌথভাবে কাজ করতে হবে। পাশাপাশি দ্রুতই নতুন মাধ্যমিক বিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানান তারা।

অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, সমন্বিত এ আলোচনার পর ইতিবাচক পদক্ষেপ নিলে কোটচাঁদপুর পৌর এলাকার শিক্ষার মান নতুন উচ্চতায় পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন