
নিজস্ব প্রতিবেদক
অভিভাবকদের উদ্বেগ—আসন সংকট, শিক্ষার পরিবেশ উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ
ঝিনাইদহের ঐতিহ্যবাহী কোটচাঁদপুর পৌরসভার শিক্ষার মানোন্নয়ন নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ক্রমবর্ধমান শিক্ষার্থী সংখ্যা, বিদ্যমান প্রতিষ্ঠানের আসন সংকুলান এবং সরকারি কোটার নির্ধারিত সীমাবদ্ধতার কারণে নতুন একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জোরালো হয়েছে।
এই প্রেক্ষাপটে স্থানীয় শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে গত শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, পৌর এলাকার শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার গুণগত মান বজায় রাখতে নতুন বিদ্যালয় স্থাপন সময়ের দাবি। এ বিষয়ে বিদ্যালয়ের সম্ভাব্য স্থান নির্ধারণ, নতুন স্কুলের নামকরণ এবং সার্বিক কাঠামো কেমন হবে—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি লিয়াকত আলী, ফারুক হোসেন খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির ও কামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুল কাইয়ুমসহ পৌরসভার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল। সঞ্চালনা করেন বলুহর শেখ মুজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান।
বক্তারা একযোগে বলেন, শিক্ষা–সংস্কৃতি–খেলাধুলা ও মেধা বিকাশের সুস্থ পরিবেশ গড়ে তুলতে অভিভাবক–শিক্ষক–প্রশাসনকে যৌথভাবে কাজ করতে হবে। পাশাপাশি দ্রুতই নতুন মাধ্যমিক বিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানান তারা।
অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, সমন্বিত এ আলোচনার পর ইতিবাচক পদক্ষেপ নিলে কোটচাঁদপুর পৌর এলাকার শিক্ষার মান নতুন উচ্চতায় পৌঁছাবে।