1. admin@theonlinenewsbangladesh.com : admin :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

সুস্মিতা সেন বিয়ের সিদ্ধান্ত নিলেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৯ Time View

বিনোদন: সুস্মিতা সেন মাত্র ১৮ বছর বয়সে মডেলিংয়ে খ্যাতি কুড়িয়েছেন। ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনে। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। তার পর ‘বিবি নাম্বার ওয়ান’, ‘সির্ফ তুম’, ‘ফিঁজা’, ‘আঁখে’, ‘ম্যায় হু না’-র মতো সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় ক্যারিয়ারে তেমন গতি না পেলেও তার ব্যক্তিগত জীবন কখনো প্রচারের আলো থেকে সরে যায়নি। ইন্ডাস্ট্রি অথবা বাইরের একাধিক নামিদামি ব্যক্তিত্বের সঙ্গে নাম জড়িয়েছে তার। কখনো রণদীপ হুদা, কখনো মুম্বইয়ের রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনো পরিচালক বিক্রম ভাট, আবার কখনো ললিত মোদি কিংবা বয়সে অনেক ছোট রহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তার। এখন তার সঙ্গী রহমান। এবার নতুন করে তার বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। তবে এ বিষয়ে মুখ খোলেননি এই তারকা। গেল বছর হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পরে নতুন করে নিজের জীবন ফিরে পেয়েছেন সুস্মিতা সেন। সেই সঙ্গে তার জীবনে ফিরে এসেছে পুরনো প্রেমও। তিনি রহমান শল। ২০১৮ সাল থেকে সুস্মিতার মনের মানুষ তিনি। মাঝে বছর দু’য়েকের জন্য মনোমালিন্য হলেও একে-অপরের কাছ থেকে দূরে সরে যাননি কেউ। তবে কি শেষমেশ রহমানের সঙ্গেই ঘর বাঁধতে চলেছেন সুস্মিতা। এমন গুঞ্জন বেশ জোরালো হয়েছে স¤প্রতি। জানা গেছে, চলতি বছরের মাঝামাঝিই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এ যুগল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT