1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৯৫ Time View

বিদেশ : গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গত শনিবার হাজার হাজার ইসরায়েলি নাগরিক প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছে। আয়োজকরা জানিয়েছে প্রায় এক লাখ মানুষ তেল আবিবের চৌরাস্তায় যাকে ‘গণতন্ত্র চত্বর’ হিসেবে নামকরণ করা হয়েছে সেখানে মিলিত হয়। বিচার বিভাগের পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনতা এখানে গত বছর থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। যুদ্ধের সপ্তম মাসে পদার্পনের দিনে বিক্ষোভকারীরা এ সময় ‘এখনি নির্বাচন দাও’ শ্লোগান দেয় ও নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে। খবর এএফপির। ইসরায়েলের অন্যান্য শহরগুলোতেও জনসমাবেশ অনুষ্ঠিত হয়। দেশটির বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদ আলোচনার জন্য ওয়াশিংটন যাওয়ার আগে কাফার সাবা শহরের সমাবেশে যোগ দেন। সমাবেশে সরকারকে লক্ষ্য করে লাপিদ বলেন, ‘তারা কোনো শিক্ষা নেয় না, তারা বদলায়নি। আমরা যতক্ষণ না তাদের বাড়িতে পাঠাচ্ছি তারা এ দেশকে সামনে এগোতে দেবে না।’ এদিকে তেল আবিব শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জনতা। এ সময় একজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। পরে প্রতিবাদকারীদের সঙ্গে যোগ দেয় গাজায় অপহৃত লোকজনের আত্মীয়স্বজনেরা। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, গত বছরের ৭ অক্টোবর জিম্মি হওয়া এক ইসরায়েলি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে তারা। গাজা উপত্যকায় বন্দি থাকা অবস্থায় তাকে হত্যা করা হয় বলে জানায় সেনাবাহিনী। এ নিয়ে ১২ জন পণবন্দির মৃতদেহ উদ্ধারের দাবি করা হলো। গত বছর অক্টোবর চালানো হামাসের হামলায় এক হাজার ১৭০ জন ইসরায়েলি নিহত হয়। এ ছাড়া সে সময় হামাসের সদস্যরা ২৫০ জন ইসরায়েলিকে পণবন্দি হিসেবে গাজায় নিয়ে আসে। এদের মধ্যে ১২৯ জন এখনো গাজায় বন্দি অবস্থায় রয়েছে বলে দাবি করে আসছে ইসরায়েল। এদিকে, এর পাল্টা প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের অবিরাম বিমান হামলা ও সেনা অভিযানে ৩৩ হাজার ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নিরীহ শিশু ও নারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT