1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

সন্দেহভাজন ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার মেক্সিকোতে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২১৩ Time View

বিদেশ : দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সা রাজ্যের একটি সমুদ্রসৈকত থেকে সন্দেহভাজন ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা কোনো নৌকাডুবির শিকার হয়েছেন। দেশটির প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে প্রসিকিউটর অফিস জানায়, ওয়াক্সা উপকুলে তাদের বহনকারী নৌকাটি দুর্ঘটনারকবলে পড়ে। ওই দুর্ঘটনা থেকে একজন বেঁচে গেছেন বলেও জানানো হয়। প্রথমিক ধারণা অনুযায়ী বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীরা অভিবাসনজনিত সমস্যার শিকার হয়েছেন। তাছাড়া তারা এশিয়ান অরিজিন বলেও সন্দেহ করা হয়। মেক্সিকোর যে উপক‚ল থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে সেটিকে প্রায়ই অভিবাসপ্রত্যাশীরা ব্যবহার করেন। মূলত এসব অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর যেসব অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয় তাদের মধ্যে চীন, ভারত ও উজবেকিস্তানের নাগরিকও ছিলেন। মেক্সিকোর অভিবাসনকেন্দ্রগুলোতে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে এ ব্যাপারে মেক্সিকো সরকারকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT