1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

ইন্দুরকানীতে যুবলীগ নেতার উপরে হামলায় গুরুতর আহাত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৬৫৬ Time View

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরে ইন্দুরকানীতে ইউনিয়ন যুবলীগের সধারণ সম্পাদক
বাপ্পি মোল্লা(৩২)এর উপরে সন্ত্রাসী হামলার ঘটনার খবর পাওয়া গেছে।
২৫ মার্চ দুর একটায় দিকে ইন্দুরকানী উপজেলা পরিষদের প্রধান
সড়কে মসজিদের সামে এই হমলার ঘটনা ঘটে। উপজেলা আওয়ামীলীগ
অফিসে পিরোজপুরের এক আসনের সংসদ শ. ম. রেজাউল করিমের
আগমন উপলক্ষে প্রস্তুতি সভা শেষে নিজের মটর বাইকে করে বাড়ি ফেরার
পথে ওৎপেতে থাকা একদল যুবক তার উপরে হামলা করে বলে জানান
যুবলীগ নেতা বাপ্পি। সরজমিনে গেলে প্রতক্ষ দর্শিরা বলেন দুপুর
বারটার দিকে কয়েকজন ছেলেকে ক্রিকেট ব্যাট হাতে ঘুরতে দেখা
গেছে প্রায়ই অনেক ছেলে উপজেলা মাঠে ক্রিকেট খেলে আমরা তাই
অনুভব করে ছিলাম হঠাৎ দেখি মোটরবাইকটি উপজেলা সদর রোডের
মসজিদ পর্যন্ত এলেই ঐছেলেগুলো মটর বাইকের উপরে হামলা করে অল্প
সময়ের মধ্যে দৌরে চলে যায় কিন্তু কাউকে চেনা যায়নি। সাধারন
জনতা বাপ্পিকে উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় ।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিশ^জিত সরকার বলেন আহত
ব্যক্তি হাতেও পায়ে তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে তেমন গুরুতর
নয়। তবে এক জায়গায় একটু ফুলা দেখা যাওয়ায় এক্সের করার জন্য
পিরোজপুরে পাঠান হয়েছে।
হামলার বিষয়ে উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজাকের কাছে
জানতে চাইলে তিনি বলেন এই হামলার তিব্র নিন্দা জানাই,
হামলাকারি কাউকে সনাক্ত করা যায়নী তবে যারাই জরিত আমরা তাদের
শাস্তি দাবি করছি।
হামলার বিষয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ কামরুজ্জামান
তালুকদার বলেন এখন পর্যন্ত হামলার বিয়য়ে কোন অভিযোগ পাওয়া
যায়নী এই ঘটনা নিজেরা নিজেরাই মারামারি করেছে বলে শুনেছি
তবে অভিযোগ পেলে অইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT