1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

মোরেলগঞ্জে আগুনে পুড়ল দিনমজুরের বসতঘর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৭৮ Time View

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকান্ডে দিনমজুর আবুল কালাম হাওলাদারের বসতঘর পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। দিনমজুর পরিবারটি এখন খোলা আকাশের নিচে নিয়ে মানবেতর জীবনযাপন।
জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে মঙ্গলবার দুপুর ২টার দিকে।
মো. আবুল কালাম হাওলাদারের বসতবাড়িতে বৈদ্যুতিক সটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
এ সময় ওই বাড়িতে গৃহমালিক ও স্ত্রী তারা কেউ ঘরে ছিলেন না। প্রতিবন্ধী বড় ছেলে বাবুল হাওলাদার
বসতঘরে ঘুমিয়ে ছিল। আশেপাশের লোকজন আগুন জ্বলতে দেখে ডাকৎচিকার দিলে প্রতিবন্ধী বাবুল ঘর
থেকে বেড়িয়ে আসে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানের পূর্বেই স্থানীয় লোকজন পানি দিয়ে
আগুন নিয়ন্ত্রনে নেয়।
আবুল কালাম হাওলাদারের স্ত্রী রেহেনা বেগম বলেন, তার স্বামী মোংলায় দিনমজুরের কাজ করে। সে বাড়িতে
ছিলনা। তিনিও পিতার বাড়িতে ওই সময় ছিলেন। ঘরে প্রতিবন্ধী বড় ছেলে ঘুমিয়ে ছিল।
অগ্নিকান্ডে ঘরে থাকা নগদ টাকা, চাল, ডাল, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র
পুড়ে ৪ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
এ ঘটনার পরে সন্ন্যাসী ফাঁড়ি পুলিশ পরিদর্শন করেছেন। স্থানীয় চেয়ারম্যানকেও বিষয়টি
জানিয়েছেন। ক্ষতিগ্রস্থ রেহেনা বেগম কান্নায় ভেঙ্গে পড়ে আরও বলেন, প্রতিবন্ধীই ছেলেসহ
পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। মানুষের বাড়ি থেকে দুই এক বেলা খাবার দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT