1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

ইরানে ৮৩৪ জনের মৃত্যুদন্ড কার্যকর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৩৮ Time View

বিদেশ : অবিশ্বাস্যভাবে ইরানে বেড়েছে মৃত্যুদন্ড কার্যকরের সংখ্যা। ২০১৫ সালে পর দেশটিতে গত এক বছরে সর্বাধিক ৮৩৪ জনের মৃত্যুদন্ডের  রায় বাস্তবায়ন করা হয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা দুটি সংগঠন মঙ্গলবার এই তথ্য দিয়েছে। খবর এএফপির। ইসলামি প্রজাতন্ত্র ইরানে মৃত্যুদÐের রায় কার্যকর করা হয় ফাঁসিতে ঝুলিয়ে যা ২০২২ সালে ৪৩ শতাংশ বেড়ে গিয়েছিল। ২০১৫ সালে সর্বাধিক ৯৭২ জনের মৃত্যুদÐ কার্যকরের পর গতবছর দ্বিতীয়বারের মতো মৃত্যুদÐ কার্যকরের সংখ্যা আটশর ঘর পেরিয়ে গেছে। নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) ও প্যারিস ভিত্তিক টুগেদার এগেইনস্ট ডেথ পেনাল্টি এক যৌথ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই দুই সংগঠন অভিযোগ করে জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর ঘটনায় যে প্রতিবাদের ঝড় ওঠে দেশজুড়ে তা থামাতে সমাজে ভীতি ছড়িয়ে দিতে মৃত্যুদÐকে ব্যবহার করা হয়েছে। আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এ সম্পর্কে প্রতিবেদনে বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য সমাজে ভীতি ছড়িয়ে দেওয়াই শাসক গোষ্ঠীর একমাত্র উপায়, আর এক্ষেত্রে মৃত্যুদÐ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তাদের জন্য। প্রতিবেদনে সংগঠনটি মৃত্যুদÐের বেড়ে যাওয়ার এই সংখ্যাকে ‘অবিশ্বাস্য’ হিসেবে বর্ণনা করেছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুসারে ২০২২ সালে বিক্ষোভকে ঘিরে ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগে মোট নয়জন পুরুষের মৃত্যুদÐ কার্যকর করা হয়েছে। এদের মধ্যে ২০২২ সালে দুটি, ২০২৩ সালে ছয়টি ও ২০২৪ সালে একজনের মৃত্যুদÐ কার্যকর করা হয়। সংগঠনগুলোর প্রতিবেদনে বলা হয়, মাদক সংক্রান্ত মামলায় ২০২৩ সালে ৪৭১ জনের মৃত্যুদÐ দেওয়া হয় যা ২০২০ সালের তুলনায় ১৮ গুণ বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT