1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

এআইআইবি জলবায়ু ও অবকাঠামোগত খাতে আগ্রহী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৮২ Time View

জলবায়ু ও অবকাঠামোগত খাতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) আগ্রহী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন এআইআইবির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান রজত মিশ্র। সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আমরা খুবই খুশি। তারা আমাদের খুব কাছের। তারা আমাদের সহযোগিতা করতে চাচ্ছে। নতুন কোনো সেক্টরে সহযোগিতা চেয়েছেন কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জলবায়ু ও অবকাঠামোগত খাতে তারা যুক্ত হতে চান। ওরা বলেছেন, যেটাই হোক আপনারা বের করুন আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। তারা পলিসি নিয়েও কাজ করছে, একইসঙ্গে প্রয়োজনের বিষয়টিও আসছে। ওনারা একই সঙ্গে দুইটা কনসিডার করবেন। এটা কিছুটা নতুন, আমরা খুবই খুশি। এসময় অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, অবকাঠামোগত খাতে তারা বেশি যুক্ত হতে চান। আমরা সে ব্যাপারে সম্মত। আমরা বাজেট সাপোর্ট প্রোগ্রাম আরও দেওয়ার অনুরোধ করেছি। তারা বললেন, এটাই তাদের প্রথম বৈশ্বিক জলবায়ুতে অর্থায়ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT