1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

তুমি কি রাষ্ট্রকে প্রশ্ন করবে ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৪৩ Time View
ফয়জুল হাকিম
রাষ্ট্রকে কেউ প্রশ্ন করে না,
না,কেউ করে না।
ভবন ধসে আগুনে পুড়ে গার্মেন্টস শ্রমিক মেয়েদের দেহ যখন মোমের মতো গলে গলে পড়েছিল,
এমনকি কারো কারো দেহ কয়লা হয়ে গিয়েছিল,পরিচয়ই গিয়েছিল তাদের হারিয়ে-
কার কি নাম বয়স ঠিকানা,
ডিএনএ টেস্ট ছাড়া কাউকেই খুঁজে পাওয়া যায়নি সেদিন,
কেউ কেউ শুধু একটা করে নাম্বার নিয়ে জুরাইন গোরস্তানে ঠাঁই পেয়েছিল,
তবু তোমরা কেউই এগিয়ে এসে রাষ্ট্রকে প্রশ্ন করলে না,
গণআদালত গঠন করে তাকে দাঁড় করালে না আসামীর কাঠগড়ায়!
রাষ্ট্রকে যারা প্রশ্ন করে না,
এদের মধ্যে আছে একদল সিন্ডিকেট ব্যবসায়ী
একদল দুর্বৃত্ত রাজনীতিক
একদল ধূর্ত আইনজীবী
একদল মিডিয়া ব্যবসায়ী
ঔপনিবেশিক মানসিকতা পূর্ণ একদল আমলা,
রাষ্ট্রকে এরা কেউই প্রশ্ন করে না,
প্রশ্ন করে না একদল বুদ্ধিজীবী
শিল্পকলা চারুকলা একাডেমি বাংলা
দখলে জারী রেখে চলে দুর্বৃত্ত সংস্কৃতি
যার পেছনে ভেড়ার পালের মতো হেঁটে চলে নতুন প্রজন্ম,
না,এরা কেউই রাষ্ট্রকে প্রশ্ন করে না,প্রশ্ন করবে না!
এমনকি একদল বামপন্থী,যারা দিল্লির
হিন্দুত্ববাদের খেদমত করে সেকুলার ইজমের ঢেকুর তুলে,চুপ থাকে সীমান্তে বাংলাদেশী হত্যায়,
না,এরাও রাষ্ট্রকে নিয়ে কোনো প্রশ্ন তোলে না,
লুণ্ঠন দুর্নীতি দুঃশাসনের সব খুঁটি তুলে ফেলতে এদের নেই কোনো আগ্রহ ।
বেইলী রোডে অগ্নিকান্ডে নাগরিকদের মৃত্যুর পর তুমি কি রাষ্ট্রকে প্রশ্ন করবে?
বেরুবে কি শহরে নাগরিকদের কোনো দীর্ঘ মিছিল?
পুৃঁজির অবাধ লুণ্ঠন আর বেপরোয়া সন্ত্রাসে রাষ্ট্রকে কি দাঁড়াতে হবে আগামীর কোনো গণআদালতে?
জালিয়াতির নির্বাচন,সরকার গঠন,দিল্লির হুকুম পালন
রাষ্ট্রের কি হবে হে মহামান্য নাগরিকগণ ?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT