1. admin@theonlinenewsbangladesh.com : admin :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৯ Time View

ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তর কর্তৃক আয়োজিত “ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে খুলনার সিএসএস আভা সেন্টারে। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ (২৪–২৫ নভেম্বর ২০২৫) এ শ্যামনগর ও আশাশুনি উপজেলার বুড়িগোয়ালিনী, গাবুরা, পদ্মপুকুর, নূরনগর ও দরগাহপুর ইউনিয়ন পরিষদের মোট ২৫ জন নির্বাচিত নারী ও পুরুষ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

 

 

অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন বনানী দাসগুপ্ত বাসন্তী, সিনিয়র জেন্ডার এনগেজমেন্ট এন্ড স্টেকহোল্ডার অফিসার, রূপান্তর। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সকল প্রতিনিধিদের সংশ্লিষ্ট দায়িত্ব কর্তব্য ও আইনের বিধি বিধান সম্পর্কে অবগত হওয়া অত্যন্ত জরুরী। জনগনকে সেবা প্রদানের ক্ষেত্রে একটি সুদূরপ্রসারী ও সঠিক পরিকল্পনা গ্রহণের প্রয়োজন যা আপনারা এই প্রশিক্ষণ কর্মসূচি থেকে জানতে পারবেন এবং তা মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে পারবেন।

 

 

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার প্রতিনিধিদের রূপকল্প নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাজেট প্রক্রিয়া বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, যাতে ইউনিয়ন পরিষদের পরিকল্পনা আরও অংশগ্রহণমূলক, জনবান্ধব ও ফলপ্রসূ হয়।

 

দুই দিনের প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের ইতিবাচক মনোভাব বৃদ্ধি, অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সম্পদ চিহ্নিতকরণ ও বার্ষিক বাজেট বিষয়ক ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা দলীয় আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর ও হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে শেখার সুযোগ পান।

 

 

প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজর সফিকুল ইসলাম, পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট জনাব রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী। প্রশিক্ষণটি সার্বিকভাবে পরিচালনা ও সমন্বয় করেন রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা।

 

 

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করেন যে, এ ধরনের প্রশিক্ষণ তাদের পরিকল্পনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ছাড়াও ইতিবাচক মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে অর্জিত জ্ঞান ইউনিয়ন পর্যায়ের রূপকল্প, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাজেট প্রস্তুত প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত ও টেকসই করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT