মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে পূর্বের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার ( ১লা ডিসেম্বর) বিকালে ওই মারামারির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত শাহীন বাজার থেকে দোকানের মালামাল নিয়ে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন। তার দাবি, পুরোনো ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জেরে তাকে মারধর করা হয়।
শাহীন অভিযোগ করে বলেন, দুই বছর আগের একটি আর্থিক লেনদেন থেকে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিকভাবে শালিশ হলেও পরবর্তীতে প্রশাসনিক সূত্রে অভিযোগ–আপত্তি চলতে থাকে। ওই বিরোধের প্রেক্ষিতে তাকে হুমকি দেওয়া হয় এবং শেষ পর্যন্ত হামলার ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।
অন্যদিকে আরিফ তার বক্তব্যে দাবি করেন, “আমি শাহীন-এর কাছে টাকা পেতাম। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় উত্তেজনা তৈরি হয়েছে।” তবে তিনি আরও বলেন যে, “পুলিশ আমাদের কথা শোনে না, তাই সমস্যার সমাধান হয়নি।”
এব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতব্বর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আপনার কাছে জানতে পেলাম। এ ব্যাপারে যদি কেহ অভিযোগ করে তালে তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।