1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

শ্যামনগরে খোলপেটুয়া নদীর চরের অ’বৈ’ধ দখলদার উচ্ছেদ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮৫ Time View

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখলদারদের হাত থেকে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপোট এলাকা দখলকৃতচর থেকে তাদের উচ্ছেদ করা হয়।

 

এর আগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে বার বার তাগাদা দেয়া সত্ত্বেও দখলদাররা তাতে গুরুত্ব দেয়নি। বরং নুতন করে ইট, বালু ও ইটের টুকরা ফেলে ও চরের গাছ কেটে ঝুঁকিতে থাকা উক্ত নদীর পশ্চিম তীরের বিস্তৃত অংশ দখলের অপচেষ্টা চালায় তারা।

 

উল্লেখ্য স্থানীয় দখলদার কতৃক অব্যাহতভাবে খোলপেটুয়া নদী দখল নিয়ে গত ১৩ জুলাই থেকে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে দখলকৃত নদীসহ নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য জামান এন্টারপ্রাইজ, আল্লাহর দান এন্টারপ্রাইজসহ অন্যদের সময় বেঁধে দেয়া হয়। কিন্তু নিজেদের উদ্যোগে দখলকৃত নদী ও তদসংলগ্ন চর অবমুক্ত না করায় সোমবার সকালে উক্ত উচ্ছেদ অভিযান শুরু হয়।

 

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কশিমনার (ভুমি) রাশেদ হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, বিএনপি নেতা আব্দুস সবুর, স্থানীয় চেয়ারম্যান আবু সালেহ বাবুসহ প্রশাসনের অপরাপর কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দসহ সাংবাদিক প্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদী চর দখলে নিয়ে তারা ইট বালুর আড়ৎ গড়ে তুলেছিল। অবৈধ স্থাপনা নির্মান করতে যেয়ে এসব দখলদারগন অনেক স্থানে চরে গাছ কেটে ফেলেছে। দীর্ঘদিনেও কোন ব্যবস্থা না নেয়ায় ধীরে ধীরে দখলবাঁজরা চর পেরিয়ে নদীর মধ্যে ঢুকে পড়েছে। বাধ্য হয়ে নদী রক্ষার অংশ হিসেবে এসব দখলদারদের কবল থেকে চরসহ নদী উদ্ধারে অভিযান চালানো হয়েছে। সেখানে স্তুপাকারে রাখা সরঞ্জামাদী সরিয়ে নিতে তারা ২/৩ দিন সময় চেয়েছে। নদী বা জলাকার দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT