1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

বগুড়ায় ছিনতাই হওয়া অটো চার্জারসহ চোর চক্রের এক সদস্য গ্রেফতার  

বগুড়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬১০ Time View
বগুড়ায় ছিনতাই হওয়া অটো উদ্ধার
বগুড়ায় চার্জারের অটো ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছেন বগুড়া সদর থানা পুলিশ। গতকাল  শুক্রবার কাহালু উপজেলার নারহট্ট দরগাহাট নামক স্থান থেকে  তাকে গ্রেপ্তার করেন পুলিশ।
এসময় পুলিশ  ছিনতাই হওয়া অটো চার্জার ও উদ্ধার করেন পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মনির হোসেন। তিনি ওই এলাকার কামরুজ্জামানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে জানান বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।
তিনি আরো  জানান গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে বারোপুর রোডে চার্জারের অটো নিয়ে দাঁড়িয়েছিল জনি মিয়া। এমন সময় অজ্ঞাতনামা তিন ব্যক্তি জনিকে ৩০টাকা ভাড়ায় নেংড়া বাজারে যাওয়ার কথা বলে রওনা হয়৷ রাত পৌণে দশটার দিকে নুনগোলা ডিগ্রী কলেজের পাশে পৌঁছালে যাত্রীবেশে থাকা তিনজন জনির গলার পিছনে চাকু ধরে অটো থামাতে বলে। জনি তাদের কথা না শুনে ডাক-চিৎকার করলে তারা তাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী কিলঘুষি মেরে জখম করে। তাদের সাথে ধস্তাধস্তি করাকালে তারা জনির চোখে মরিচ জাতীয় কোন গুড়ো পদার্থ দেয়। তখন জনি চোখে কিছু না দেখায় তাকে মারধর করে আম বাগানের ভিতরে ধাক্কা মেরে ফেলে দিয়ে চার্জার গাড়ি নিয়ে  পালিয়ে যায়।
উক্ত ঘটনার পর অটো চার্জার চালক জনি মামলা দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। এ সময় গোপন সংবাদ এর  ভিত্তিতে পুলিশ  অভিযান চালিয়ে  কাহালু উপজেলায় নারহট্ট এলাকা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করেন।  এবং ছিনতাই হওয়া চার্জার অটো চার্জার গাড়ি  দশটিকা দানেজ উদ্দিন খেলার মাঠের পাশে বাঁশ ঝাড়ের মধ্যে থেকে উদ্ধার করেন থানা পুলিশ।
ওসি আরো জানান  গ্রেপ্তার মনির ছিনতাইয়ের ঘটনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ###

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT