বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নি হ ত পরিবারের পাশে জেলা ছাত্রদল
বগুড়া সংবাদদাতা
Update Time :
শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
২২৮
Time View
আন্দোলনে নিহত পরিবারের পাশে জেলা ছাত্রদল
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের কবর জিয়ারত ও পরিবারদের মাঝে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষে সমবেদনা ও আর্থিক সাহায্য করেন ছাত্রদল নেতা এস এম রাঙ্গা।
আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বগুড়ার হাড্ডিপট্টি এলাকার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মো: সিয়াম (১৬)’র পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়। এসময় নিহত মো: সিয়ামের পরিবারের পক্ষে আর্থিক সহায়তা গ্রহণ করেন তার মা মোছা: শাপলা বেগম।
এছাড়া আন্দোলনে সকল শহীদদের কবর জিয়ারত করে আত্মার মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আপেল, সাবেক সহ- সাধারণ সম্পাদক সুজন, সাবেক সহ- সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সদস্য রিয়াদ, বগুড়া শহর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আল রাজিব, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রকি, বগুড়া শহর ছাত্রনেতা সন্ধি শেখ, মেহেদী হাসান, তানিন, রনক, রনি, সম্রাট রিদয় বগুড়া সদর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাশেম, কাউসার, সাকিব, সিহাব আজিজুল হক হক কলেজ ছাত্রদল নেতা সাফি, কাফি, শাওন প্রমুখ।