২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনামঃ
আজ ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস। আজ ৬ই ডিসেম্বর সুনামগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবস,৪৮জন শহীদের গণকবরে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী প্রদান চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেল ও মোবাইলসহ আটক ২ সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের মনোনয়ন বঞ্চিত দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার ভারতীয় হাইকমিশনের অনুরোধের অন্তঃসত্ত্বা সোনালীকে বিএসএফের নিকট হস্তান্তর করল বিজিবি কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়নে নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি হরিণাকুণ্ডুতে ভোর হলো ঝিনাইদহের আয়োজনে সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজে নবান্ন উৎসব ২০২৫ উদযাপিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বম্ভরপুরের ভাদেরটেক বাজারে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিজয় মাসে যুবক ও তরুন প্রজন্মকে নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

মান্দায় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি’র মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১০, ২০২৫,

নওগাঁ প্রতিনিধি: ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের টগরের মোড়ে (পাঁজরভাঙ্গা–জলছত্র আঞ্চলিক সড়কে) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদুজ্জামান সোহান, সহ-সভাপতি জসিম উদ্দিন, সদস্য নূরুল ইসলামসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, নওগাঁ-৪ আসনে তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা বলেন, “দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী করা হলে তা হবে দলের জন্য আত্মঘাতী।”

নেতাকর্মীরা দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, “দীর্ঘদিনের কারাবন্দি, সৎ ও যোগ্য নেতা এম এ মতীনকেই এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী করা হোক।”

জানা গেছে, এম এ মতীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক। দলের আন্দোলন-সংগ্রামে তিনি বহুবার গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি ত্যাগী ও সংগঠক নেতা হিসেবে পরিচিত।

গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নওগাঁ-৪ আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপুকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় দেখা দিয়েছে ভিন্নমত। একপক্ষে এম এ মতীনের সমর্থকদের পুনর্বিবেচনার দাবি, অন্যপক্ষে টিপুর মনোনয়ন ঘিরে উচ্ছ্বাস।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের আপত্তি অব্যাহত থাকলে মান্দায় বিএনপির সাংগঠনিক ঐক্যে টান পড়তে পারে।

এর আগে গত ২৩ অক্টোবর মান্দা উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলনে ডা. টিপুর ‘দলীয় আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে তার সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। ওই সময় উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নেতারা অভিযোগ করেছিলেন, ডা. টিপু অতীতে সংস্কারপন্থী রাজনীতিতে জড়িয়ে বিকল্পধারায় যোগ দেন এবং ২০০৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থীর বিরোধিতা করে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দেন।

স্থানীয় রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, মান্দায় এম এ মতীনের নেতৃত্বে বিএনপি সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে রয়েছে। মনোনয়ন পুনর্বিবেচনা না করলে তৃণমূল বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাদের মতে, “মান্দার মাঠের রাজনীতিতে যিনি সর্বদা সক্রিয়, যিনি দলের দুঃসময়ে পাশে থেকেছেন—তেমন নেতাকেই প্রার্থী করা হলে বিএনপি এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন