1. admin@theonlinenewsbangladesh.com : admin :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

চঞ্চল চৌধুরীর আবেগঘন স্ট্যাটাস ফেসবুকে

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮০ Time View

বিনোদন: জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ভীষণ বাবা-মাভক্ত। তিনি প্রায়ই তার বাবা-মাকে নিয়ে বিভিন্ন ধরনের স্মৃতি, হৃদয় ছুঁয়ে যাওয়া কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এসব লেখা তার অনুরাগীদেরও মন ছুঁয়ে যায়। বছরখানেক হলো বাবাকে হারিয়েছেন এই অভিনেতা। বিভিন্ন সময় বাবার স্মৃতি আঁকড়ে ধরে আবেগঘন পোস্ট করেন এই অভিনেতা। গত শুক্রবার ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে চঞ্চল চৌধুরী লিখেছেন, “‘হাওয়া’সিনেমার জন্য আমার শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা এবার বাবার হাতে তুলে দিতে পারিনি। অনেক বেদনা ছিল মনে। আমার যেকোনো অর্জনে বাবা-মায়ের প্রশান্তি আর হাসিমুখ দেখলে, সেটাই হতো আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’ অভিনেতা লিখেছেন, ‘পত্রিকায় আমার ইন্টারভিউগুলো কেটে, বাবা বাড়ির দেয়ালে টানিয়ে রাখতেন। বাবা চলে যাওয়ার এক বছর পরও বাড়ির দেয়ালের সেই পেপার কাটিংগুলো আর বাবার হাতের কোমল স্পর্শ দেয়ালজুড়ে লেগে আছে। ২০১৬ সালে আয়নাবাজির জন্য পাওয়া শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের সেই পত্রিকার কাটিংগুলোর কোনো কোনো পাশ দেয়াল থেকে খুলে পড়ছে। বাবার হাতে কালো রঙের ছোট ছোট টেপ কেটে লাগানো ভালোবাসা। আলতো করে চাপ দিয়ে খুলে যাওয়া টেপগুলো লাগানোর চেষ্টা করলাম। মনে হলো, বাবার হাতের স্পর্শ পাচ্ছি।’ বুকের ভেতরটায় কেমন যেন হাহাকার করে উঠল।’ তিনি আরো লিখেছেন, ‘এখন বাড়িতে গেলে, ঘরময় শুধু বাবার হাতের স্পর্শ খুঁজে বেড়াই। এবার অন্তত মায়ের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা তুলে দিতে পারলাম। পুরস্কারটা হাতে নিয়ে মায়েরও সেই একই কথা। তোমার বাবা এগুলো দেখলে খুব খুশি হতো বাবা। সাথে সাথে চোখ ভরা আনন্দের অশ্রু। আনন্দের এই মুহূর্তটুকু বেশ কিছুদিন পর শেয়ার করলাম সবার সাথে। সন্তানের সব পুরস্কার তো মা-বাবাদের জন্যই।’ গত বছরের ১৪ নভেম্বর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’-এ ‘হাওয়া’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন চঞ্চল চৌধুরী। দীর্ঘ সময় পর মায়ের হাতে তুলে দেওয়ার সেই পুরস্কারের আনন্দ শেয়ার করেছেন অভিনেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT