1. admin@theonlinenewsbangladesh.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

৩০তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাতক্ষীরার আহমাদুল্লাহ খালিদের ১ম স্থান অর্জন

জিএম আমিনুল হক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪৩ Time View

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩০তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৫ এ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর কাছারি পাড়ার সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা চমকপ্রদ সাফল্য অর্জন করেছে।

 

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ছাত্র মোঃ আহমাদুল্লাহ খালিদ ৩০ পারা গ্রুপে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছে। এছাড়া একই প্রতিষ্ঠানের অপর ছাত্র মোঃ আরাফাত হোসেন ৫ পারা গ্রুপে ৮ম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখে। একই প্রতিষ্ঠান থেকে আরও দুইজন শিক্ষার্থী পুরস্কার অর্জন করায় আয়োজক কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্টটি গ্রহণ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল ওহাব।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এই ক্ষুদে হাফেজরা পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দেশ ও জাতির গৌরব বৃদ্ধি করছে। ভবিষ্যতেও তারা ইসলামের দাওয়াত ও আলোক ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ।

 

অনুষ্ঠানের শেষে মাদ্রাসার পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয় — আপনারা সবাই এই প্রতিষ্ঠানের ছোট ছোট কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন, যেন তারা কোরআনের শিক্ষা লালন করে সমাজ আলোকিত ভূমিকা রাখতে পারে।জাতীয় পর্যাযে ১ম স্থান অধিকার করা আহমাদুল্লাহ খালিদ পুরাতন সাতক্ষীরার হাফেজ আসাদুল ইসলামের পুত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT