
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
'জননী তোমার শুভ আহ্বান গিয়েছে নিখিল ভুবনে নূতন ধান্যে ভবনে'কবির এই আহ্বানে সাড়া দিয়ে ভোর হলো,ঝিনাইদহের আয়োজনে সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজে নবান্ন উৎসব ২০২৫ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ১০ ঘটিকায় ঝিনাইদহ ফোরামর সভাপতি ও সাবেক অধ্যক্ষ, প্রফেসর মহব্বত হোসেন টিপু এর উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে নবান্ন উৎসব হয়।
ভোর হলো সভাপতি মোঃ পারভেজ ইমাম এর সভাপতিত্বে ও ভোর হলো উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিক্ষাবিদ আকমল হোসেন নান্নু সঞ্চালনায় উৎসবটি পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ঝিনাইদহ ফোরামর সভাপতি ও সাবেক অধ্যক্ষ, প্রফেসর মহব্বত হোসেন টিপু।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের
অধ্যক্ষ, মোঃ মোক্তার আলী, গোন্ডেন এজ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক,মোঃ জাহিদ হাসান,
সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা পষদের শিক্ষক প্রতিনিধি, মোঃ আহসান হাবিব, মোঃ আনিচুর রহমান এর মোছাঃ বিলকিস বানু।
তারাও উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের খুলনা বিভাগীয় সমন্বয়ক, ইকরামুল হক লিকু,
লালন ভূমি থিয়েটার এর সাধারণ সম্পাদক, মোঃ আল-আমীন, হরিণাকুন্ডু বার্তার চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সহ শিক্ষক কর্মচারী ও ছাত্রীরা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্নাতক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা,মরু ভাস্কর দোলন চাঁপা,অগ্নিবীণা,মধুমালা,সিনধু হিন্দোল,ঝিঙেফুল, ধুমকেতু কুহেলিকা, লালন ভূমি থিয়েটার নামের ৯ টি স্টলে ৯০ রকমের পিঠা নিয়ে হাজির হয়েছেন শিক্ষার্থীরা।
কচুর শাক চিওয় পিঠা,পাটি সাপটা, দুধ চিওয়, সুন্দর গোলাপ, ইলিশ সন্দেশ, জামাই পিঠা,স্যান্ডুইচ,তাল পাকান, পুলি পিঠা,নকশি,পিঠা,কাপ কেক,
এসব পিঠার মধ্যে ভাপা পিঠা, পুলি পিঠা, রাজদুলালি, চিতই, দুধ পায়েস, জামাই পিঠা, চাঁদ পিঠা, শিম পিঠা, পান পিঠা, বকুল পিঠা, কদম পিঠা, পাকন পিঠা,হাসের মাংস ও সিটা, মাছ পিঠা, স্দর্যমূখি পিঠা আকশি পিঠা ও কচু শাক, সুজির কেক, হেমমেড কেক, পুডিং, পাটিসাপটা, পাউরুটি রসমালাই, সেমাই পিঠা,ডিম সুন্দর পিঠা,পাকন পিঠা, সেমাই খির, মবচুরি পিঠা চিতয়স পিঠা, দুধ গোলাপসহ বাহারি নামের হরেক রকমের পিঠা এনেছিলেন।
স্টল পরিদর্শন করেন অতিথি মহোদয়রা বলেন পরিদর্শন শেষে বলেন বাঙালির পুরানো সংস্কৃতি এই নবান্ন উৎসবের মধ্য দিয়ে প্রাণ পেয়েছে হারানো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব বারবার যেন পালন হয় এই আহ্বান জানাচ্ছী।