1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদ স্যু নির্মূলে উপকূলীয় জেলে বাওয়ালিদের মানববন্ধন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৫৯১ Time View
উপকূলীয় জেলে বাওয়ালিদের মানববন্ধন

সুন্দরবনের বনদস্য নির্মূলে উপকূলীয় এলাকার জেলে বাওয়ালিদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত মুক্তিপণের দাবিতে কর্মরত জেলে বাওয়ালিদেরকে অপহরণ করা হচ্ছে। বনদস্য মজনু, আলিম নামে তিন বাহিনীদের তৎপরতা থাকায় সুন্দরবনে মাছ, কাঁকড়া ধরা জেলেরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

 

এমন অভিযোগ নিয়ে সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে সুন্দরবনের কর্মরত জেলে, বাওয়ালিরা সমবেত হয়ে এক মানববন্ধন ও সমাবেশ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন।

 

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলে, বাওয়ালিদের দাবির সাথে একমত পোষন করে বক্তব্য রাখেন। জেলে বাওয়ালীদের উপর নির্মম ,অত্যাচার নির্যাতন, মুক্তিপণের দাবিতে চাঁদাবাজি, অপহরণ এ সব বন্ধ রাখার দাবি করে বক্তব্য রাখেন, নির্যাতিত জেলে আব্দুল মাজেদ, আমজাদ হোসেন, আকবর হোসেন, বাবলুর রহমান, ফজলুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, জামাতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জি এম সোলায়মান কবির সহ মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ।

 

দ্রুত সময়ের মধ্যে সুন্দরবনের বনদস্যু নির্মূল না হলে জেলে বাওয়ালিরা বৃহত্তর আন্দোলন করবেন বলে উক্ত মানববন্ধন থেকে জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT