1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

সুন্দরবন সফর শেষে সাংবাদিকবাহী বাস দুর্ঘটনায় আহত ৩৫ জন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৭৫৮ Time View

সুন্দরবন সফর শেষে ঢাকা ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। শুক্রবার রাতে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন মির্জাপুর বাজার সংলগ্ন ইসলাম কাটির মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী সাংবাদিকবাহী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে বাসে থাকা অনেকেই কমবেশি আহত হন। তবে সৌভাগ্যবশত কেউ প্রাণ হারাননি, সকলেই প্রাণে বেঁচে গেছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

ঘটনার পরপরই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) তালা উপজেলা শাখার সদস্যরা দুর্ঘটনাস্থলে ছুটে যান। তারা আহত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে প্রাথমিক সহায়তা প্রদান ও চিকিৎসার ব্যবস্থা করেন। একইসঙ্গে সাংবাদিকদের যেকোনো সহযোগিতার জন্য তালা উপজেলা শাখার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

 

দূর্ঘটনার স্বীকার বাসটি

 

বিএমএসএফ তালা শাখার নেতৃবৃন্দ জানান, পেশাগত দায়িত্ব পালনের পর ফেরার পথে এমন দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আহত সকল সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে এবং সার্বিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

 

সাংবাদিকদের এই মানবিক সহায়তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী।

 

আল্লাহ সবাইকে দ্রুত সুস্থতা দান করুন—এ কামনায় দেশের গণমাধ্যম অঙ্গনে চলছে উদ্বেগ ও প্রার্থনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT