1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

সুদের টাকার জন্য বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধ’কে নি’র্যা’তনের অ’ভি’যো’গ

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৯ Time View

কুমিল্লার চান্দিনা উপজেলায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আলী আকবর (৭০) নামের এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে। অভিযুক্ত ব্যক্তি হলো আবুল কালামের ছেলে বোরহান।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৬ অক্টোবর) প্রায় আড়াই ঘণ্টা আলী আকবরকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয়। এই সময়ে বৃদ্ধের হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

 

ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানিয়েছেন, দুই বছর আগে আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য বোরহানের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু বোরহান সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে চাপ দিতে থাকেন। টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে ধর্ষণ করে রসুলপুর গ্রামের মধ্যপাড়া রাস্তার পাশে মসজিদ সংলগ্ন খুঁটিতে বেঁধে রাখা হয়।

 

 

এ ঘটনায় মোবাইল ফোনে ভিডিও ধারণ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে এবং দোষীদের শাস্তির দাবি করা হয়।

 

 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ উল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নজরে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT