1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি নিয়ে বিবৃতি

সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৫ Time View

ঐতিহ্যবাহী সাতক্ষীরা প্রেসক্লাবকে কেন্দ্র করে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। ক্লাবের ভারমুক্তি প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় মনিরুল ইসলাম মিনি ও আব্দুল বারীর নেতৃত্বে ঘোষিত কথিত কমিটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসক্লাবের বিদ্যমান নেতৃত্ব।

 

শনিবার (২২ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ কার্যনির্বাহী কমিটির নেতারা এ আহ্বান জানান।

 

বিবৃতিতে তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে দখলদারিত্ব ও অসাংবাদিক ব্যক্তিদের প্রভাবমুক্ত করে প্রেসক্লাবকে পেশাদার সাংবাদিকদের নিকট ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মূলধারার শতাধিক সাংবাদিক। বিরোধ নিষ্পত্তির জন্য বিএনপি, জামায়াতসহ জেলা প্রশাসনের মধ্যস্থতা গ্রহণ করা হলেও কিছু ব্যক্তির অনাগ্রহ ও টালবাহানা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

 

নেতারা দাবি করেন, আলোচনার নামে নাটক সাজিয়ে শুক্রবার যে কমিটি ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অবৈধ ও পেশাদার সাংবাদিক সমাজকে বিভ্রান্ত করার একটি অপচেষ্টা। তাঁরা সাতক্ষীরাবাসী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান এই কমিটির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা লেনদেন না করতে।

 

বিবৃতিতে স্বাক্ষর করেছেন, প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহসভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক এম শাহিন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য–সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামাল উদ্দীন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার।

 

নেতারা আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ে প্রেসক্লাবের স্থায়ী সমাধানের মাধ্যমে পেশাদার সাংবাদিকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT