1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

সাতক্ষীরায় সমকাল জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ Time View

”বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে বিএফ এফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শাহাজালাল ইসলামী ব্যংক পিএলির সহযোগিতায় সুহৃদ সমাবেশের আয়োজনে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল১০টা থেকে শুরু করে বেলা ১টা পর্যান্ত সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে প্রযোগিতাটি অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক ব্যানার্জি।

 

আরো বক্তব্য রাখেন, নলতা আহসানিয়া রেসিডেনশিয়াল কলেজের অধ্যাপক মোমেনা খানম, কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান, পত্রদূতের বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, সমকালের সাতক্ষীরা প্রতিনিধি কিশোর কুমার হালদার, সমকাল সুহৃদ-সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম প্রমূখ।

 

এ সময় বক্তারা সমকালের সুহৃদ সমাবেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি এক অনন্য শিক্ষণপ্রক্রিয়া এই উপলব্ধিই যেন শিক্ষার্থীদের চোখে মুখে দীপ্ত হয়ে উঠেছে। তারা বুঝিয়েছে, যুক্তির শক্তি মানুষকে আলোকিত করে, বিজ্ঞান মানুষকে মুক্তি দেয়।

 

এবছর সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের ৮টি প্রতিষ্ঠান অংশ নেয়। সেগুলো হলো,সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাবুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাপাশডাঙ্গা উচ্চ বিদ্যালয়, নগরঘাটা উচ্চ বিদ্যালয়, পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়। এ মধ্যে সেমিফাইনালে ৪টি প্রতিষ্ঠান অংশ নেয় । সেগুলো হলো, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় এবং ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

 

সেমিফাইনালের মঞ্চে যুক্তির তর্ক-বিতর্কে উন্মোচিত হয় শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি। ক গ্রুপে বিতর্কের বিষয় ছিল—“ইন্টারনেটের অবাধ ব্যবহার শিক্ষার্থীদের বিপথগামী করছে” এবং ‘খ’ গ্রুপে আলোচ্য বিষয়—“সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের পাঠ্যবই বিমুখ করছে”। আর ফাইনাল রাউন্ডে—পলিথিন ব্যবহার বন্ধে আইন নয়, সচেতনতা বেশি জরুরি। ফাইনাল রাউন্ড সাতক্ষীরা উচ্চ বিদ্যালয় বানাম সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয় । এতে পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে। রানার্স আপ হয় সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হন, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহারিমা তাসলিম মায়েশা।

 

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দিয়ে আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT