1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

সাতক্ষীরায় নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ Time View

রূপান্তর গোফরইম্প্যাক্ট কর্মসূচির উদ্যোগে শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত ৩১ জন নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের অগ্রগতি রিসোর্টে এ সমাপনী অনুষ্ঠান হয়। প্রশিক্ষণ আয়োজন করে রূপান্তর, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এবং কারিগরি সহযোগিতা প্রদান করে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা।প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তন,সমন্বিত পানি ব্যবস্থাপনা,কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নারী প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি।

 

এছাড়া প্রশিক্ষণে ইতিবাচক মনোভাব গঠন, আত্মবিশ্বাস বৃদ্ধি, নারী নেতৃত্বে ক্ষমতার মানচিত্র বিশ্লেষণ, স্থানীয় সরকার আইন এবং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্যদের ক্ষমতা ও বিশেষ কার্যাবলী বিধিমালা ২০১৬ সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

 

আলোচকরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইউনিয়ন পরিষদের ভূমিকা, পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় নারী জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ এবং জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে জেন্ডার সংবেদনশীল কর্মপরিকল্পনা প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। তিনি বলেন, “নারীদের স্থানীয় সরকার পরিচালনায় আরও এগিয়ে আসতে হবে। নিজেদের প্রমাণ করার এটাই উপযুক্ত সময়।”

 

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্প বর্তমানে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা এবং সাতক্ষীরা পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT