1. admin@theonlinenewsbangladesh.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

সবজিতে স্বস্তি, তবে চোখ রাঙ্গাচ্ছে ঝিঙ্গা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২১৪ Time View

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে কমেছে এসেছে সবধরনের সবজির দাম। এতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে বাজারে নতুন আসা ঝিঙ্গার দাম নিয়ে তাদের মনে অসন্তোষ বিরাজ করছে। ক্রেতারা বলছেন, ঝিঙ্গা প্রকার ভেদে কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৮০। আর ৩০ টাকা কেজি দরের আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। আলু ছাড়া বেগুন ১০ থেকে ৩০, করলাসহ ১৫ খেকে ৩০, শশা ১০ থেকে ২০, ঢেরস ১০ থেকে ২০টাকাসহ সবধরনের সবজির দাম একটু কমে এসেছে। আর বিক্রেতারা বলছেন, বাজারে ঝিঙ্গা নতুন এসেছে তাই সরবরাহ কম। এ জন্য ঝিঙ্গার দাম একটু বেশী। আর সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে সবধরনের সবজির দাম  শুক্রবার (৫ এপ্রিল) বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে কথা হয় ক্রেতা নয়ন তালুকদারের সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে সবজির দাম মোটামুটি কমই আছে। একমাস আগের ৪০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে, ৮০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে, ১০ টাকা আঁটির পুইশাক বিক্রি আছে ৫ টাকা আঁটি দরে।

নয়ন তালুকদার আরও বলেন, ‘এসব কাঁচা সবজির দাম বেশির কারণে মধ্যবিত্ত আয়ের মানুষেরা একমাস আগে তো কিনতে হিমশিম খেতো। এখন দাম একটু  স্বাভাবিক পর্যায়ে এসেছে।’

আরেক ক্রেতা লাল মিয়া বলেন, ‘অন্যান্য সবজির দাম কমলেও আলুর দাম তো এখনও ৩৫ টাকা।যে আলু প্রায় সব তরকারিতে লাগে, সেই আলুর দাম কমা দরকার। তাহলে সব শ্রেণীর মানুষের জন্য সুবিধা হবে।’আর বাজারে নতুন আসা ঝিঙ্গাতো রিতিমত চোখ রাঙ্গাচ্ছে। মধ্যবিত্ত আয়ের মানুষের সাধ্যের মধ্যে ঝিঙ্গা আসতে আরো সময় লাগবে

মোরেলগঞ্জ বাজারের সবজি বিক্রেতা নাজমুল হাসান বলেন, ‘এখন বাজারে প্রায় সবজিরই দামই কমেছে। কিছু সবজি আছে এখন পুরনো হয়ে আসছে। যেমন সিম। এখন আর মানুষ সিম কিনছে না। সিমের বিচি কিনছে। তাই সিমের দাম কমে এসেছে।’

মাহাবুব হোসেন আরও বলেন, ‘ঝিঙ্গা নতুন সবজি তাই দাম একটু বেশী। সজনে ডাটার কেজি ছিল ১৬০ টাকা। এখন বিক্রি করছি ১০০ থেকে ১২০ টাকায়। তবে আলুর সরবরাহ থাকায় ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । সরবরাহ বাড়লে দাম এমনিতেই কমে আসবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT