1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

শ্যামনগর আবাদ চন্ডিপুর খোসালখালী মৎস্যজীবী সমিতির অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৪ টায় আবাদ চন্ডিপুর খোসালখালী মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সদস্যদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, নিবন্ধনভুক্ত এই মৎস্যজীবী জেলে সমিতি দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সভাপতি সুখপদ হালদারের একক নিয়ন্ত্রণে “পকেট সমিতি” হিসেবে পরিচালিত হচ্ছে।

 

অভিযোগকারীরা জানান, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর নিবন্ধিত (নিবন্ধন নং—২০/সাতঃ) হওয়ার পর থেকে মৎস্যজীবী জেলে সমিতির কোনো সাধারণ সভা বা কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়নি। কোনো সদস্য সমিতি থেকে কোনো সুবিধা বা আর্থিক হিসাবও পাননি।

 

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, খাল জলমহল ইজারা নেওয়ার সময় সদস্যদের না জানিয়ে তাদের সহি, স্বাক্ষর ও ছবি জাল করে সভাপতি সুখপদ হালদার এককভাবে ইজারায় অংশগ্রহণ করে আসছেন। চলতি বছর আবাদ চন্ডিপুর মোগরার খালের ইজারা গ্রহণের ক্ষেত্রেও উপজেলা সমবায় অফিসারের প্রত্যয়ন পত্র ছাড়া এবং জাল স্বাক্ষর ব্যবহার করে ইজারা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

 

অভিযোগকারীরা জানান, এসব অনিয়মের প্রতিবাদে সমিতির কার্যনির্বাহী কমিটির পাঁচ সদস্য গত ২৭ মে ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং পরবর্তীতে ৮ অক্টোবর ২০২৫ তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর সভাপতির বিরুদ্ধে লিখিত অনাস্থা পত্র দাখিল করেছেন। তারা বলেন, সমিতির নিয়ম অনুযায়ী সব দায়-দায়িত্ব সদস্যদের ওপর বর্তায়। সভাপতি সুখপদ হালদারের বেআইনি কর্মকাণ্ডের ফলে তারা অযাচিত ঝুঁকিতে পড়েছেন। এ অবস্থায় নিজেদের রক্ষার্থে সাধারণ সদস্যরা ৩০ অক্টোবর ২০২৫ তারিখের সাধারণ সভায় সমিতির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

 

সংবাদ সম্মেলনে অভিযোগকারীদের পক্ষে উপস্থিত ছিলেন, আব্দুস সাত্তার নজরুল, শিবপদ মণ্ডল, হাবিবর, ফজের, মজিদ, মনীন্দ্র মণ্ডল ও আনিছুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT