1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

শ্যামনগরে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন এমপি দোলন 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৫৯ Time View
শ্যামনগরে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন এমপি দোলন 
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার  উপহার রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন এমপি আতাউল হক দোলন। শ্যামনগর উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের মাঝে এককালীন ৫০ হাজার টাকা করে অনুদানের চেক ১৪ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
১৬ মে বৃহস্পতিবার, সকাল ১১ টায় উপজেলা হলরুমে চেক বিতরণ অনুঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে চেক বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য
 এস.এম. আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান  প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মী সহ বিভিন্ন দপ্তরের প্রধান গন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিতার বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে শ্যামনগর উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে, তা আপনাদের শারীরিকভাবে সুস্থতার জন্য ঔষধ ও ডাক্তার দেখানোর জন্য ব্যবহার করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন এভাবেই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT