1. admin@theonlinenewsbangladesh.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

শ্যামনগরে দূরপাল্লার পরিবহন কাউন্টারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১১৪ Time View

সারাদেশে যখন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের ক্ষোভ ও অভিযোগ ঠিক সে সময় শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন কাউন্টার পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

 

বুধবার সকাল ৭:৩০ মিনিটে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি খাতুনের নেতৃত্বে পরিবহন কাউন্টারগুলোতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন শ্যামনগর থানার এসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এছাড়া, শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওসার ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে শ্যামনগর থেকে দেশের বিভিন্ন জায়গায় এবং ঢাকাগামী পরিবহনগুলোর সরকারি নির্ধারিত ভাড়া এক হাজার তেত্রিশ টাকা থাকলেও কাউন্টার মালিকরা এক হাজার টাকা গ্রহণ করছেন বলে জানা যায়। মামুন পরিবহনের যাত্রী আরাফাত হোসেনের সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত হন নির্বাহী কর্মকর্তা।

 

এ সময় পরিবহন কাউন্টার সমিতির সভাপতি গোলাম আজম মতি ও সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রশাসনকে আশ্বস্ত করেন যে, যাত্রীদের হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। ইউএনও রনি খাতুন কাউন্টার ম্যানেজারদের সতর্ক করে দিয়ে বলেন, শ্যামনগরের প্রতিটি যাত্রী যেন ভালো সেবা পান, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য তিনি পরিবহন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

 

এছাড়া, পরিবহন কাউন্টারগুলোর শৌচাগার ও সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন। ইউএনও মহোদয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ যাত্রীরা এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT