1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

শ্যামনগরে টাইফায়েড টিকাদান ক্যাম্পেইন অবহিতকরণ সভা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ Time View

সাতক্ষীরার শ্যামনগরে টাইফায়েড টিকাদান ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর(সোমবার) শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে টাইফায়েড টিকাদান ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধ যোগ্য সংক্রামক রোগ, বাংলাদেশ সহ উন্নয়নশীল অনেক দেশে এ রোগ অন্যতম জনস্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে, টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা গ্রহনের বিশেষ প্রয়োজন, যেহেতু জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করা সকলের দায়িত্ব।

 

অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান জানান, বাংলাদেশ সরকারের ইপিআই কর্মসুচীর আওতায় আগামী ১২-ই অক্টোবর ২০২৫ ইং তারিখ হতে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপি সারা দেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ শুরু হতে যাচ্ছে। যা শিশুদের টাইফয়েড সংক্রমনজনিত অসুস্থতা ও মৃত্যুহার বহুলাংশে হ্রাস করবে। তারই প্রেক্ষিতে শ্যামনগর উপজেলার সকল ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ছেলে ও মেয়েদেরকে টিকা গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন এবং যথাসময়ে টিকা গ্রহন করার জন্য অনুরোধ করা হয়।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন সহ সকল সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

 

অনুষ্ঠানে টাইফয়েড টিকাদান সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT