1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

শ্যামনগরে জন-ক্ষতিকর ভাটা বন্ধের নির্দেশনা দিলেন ইউএনও

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৬৩৬ Time View
ভাটা বন্ধের নির্দেশনা দিলেন ইউএনও

শ্যামনগরের জনবসতি এলাকায় অবৈধভাবে নির্মিত আশা ব্রিক্স ও মোস্তফা ব্রিক্স নামের দুটি ইটভাটা মালিককে ভাটাবন্দের নির্দেশনা দিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন। মঙ্গলবার বিকালে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ভাটা দুটি পরিদর্শন শেষে তিনি এই নির্দেশনা প্রদান করেছেন বলে জানা গেছে।

 

উপজেলার রামজীবনপুর এলাকার ঘন জনবসতি ও বিভিন্ন প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে আলহাজ্ব আরব আলী ও এসএম মোস্তফা নামে দুই ব্যক্তি ইটভাটা পরিচালনা করে আসতেছেন।

 

ওই এলাকার ইউপি সদস্য মোঃ রেজাউল করিম দোলনা বলেন, আমরা এলাকার সাধারণ মানুষেরা দীর্ঘদিন ধরে ভাটা দুটি বন্ধের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ, স্মারক লিপি প্রদান ,সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে আসছি।

 

ওই এলাকার বিশিষ্ট সমাজসেবক আবু ঈসা বলেন, ঘনবসতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ইটভাটা দুটি নির্মিত হাওয়ায় তার কালো ধোঁয়ায় প্রতিনিয়ত এলাকার সাধারণ মানুষ ক্ষতির শিকার হচ্ছে। ছোট ছোট কোমলমতি বাচ্চারা স্কুলে যেতে পারছে না।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনপূর্বক উপরোক্ত ভাটা দুটির সঠিক কাগজপত্র না থাকায় কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

এদিকে ভাটা মালিক এসএম মোস্তফার সাথে কথা হলে তিনি বলেন, ভাটা পরিচালনার ক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। দ্রুত আমরা হাতে পেয়ে যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT