মোরেলগঞ্জে বাসন্তি পূজা শেষে কবিগান অনুষ্ঠান অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
২২৪
Time View
এম.পলাশ শরীফ: বাগেরহাটের মোরেলগঞ্জে বাসন্তী পূজা শেষে কবিগান, ৪দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে বুধবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিউধরা ইউনিয়ন যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, ডেউয়াতলা সার্বজনীন মন্দির কমিটির সভাপতি রমেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ বাপ্পি, বারইখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান বিপু, জিউধরা ছাত্রলীগ নেতা রাজিব হাওলাদার প্রমুখ। এর পূর্বে পৌরসভার ছোলমবাড়িয়া গ্রামে একটি মন্দিরে কবিগান অনুষ্ঠানে ছুটে যান যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদার। এ সময় পৃথক পৃথক মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান ও যুবলীগ নেতা তরুন সমাজ সেবক মো. রাসেল হাওলাদার।