1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

মোরেলগঞ্জে আব্দুল আজিজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২১৩ Time View

মো. আল আমিন শেখ: বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর সভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মোরেলগঞ্জ পৌর শহরে দু’টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যার একটি হলো পৌরসভা ১ নং ওয়ার্ড বারইখালীর আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও অন্যটি মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠ। একই সময় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে গন্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসলিমগন অংশ গ্রহণ করেন।

বিশ্ব মুসলিম উম্মাহ’র প্রধান উৎসব ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এ জামাতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোরেলগঞ্জ পৌর মেয়র এস,এম মনিরুল হক তালুককদার, উপজেলা নির্বাহী অফিসার এস,এম তারেক সুলতান ও থানা অফিসার ইনচার্জ, মোহাম্মদ সামসুদ্দূন। এ সময় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজামসহ বিভিন্ন শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসলিমগন উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকাল ৮টায় পৌর ও উপজেলা শহরের সকল মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মুসল্লিগন এ দুটি মাঠে একত্রিত হয়ে জামাত আদায় করেন। মোরেলগঞ্জ পুরাতন থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবুল হাসান খানের পরিচালনা ও ইমামতিতে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে আব্দুল আজিজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত আদায় করেন।

জামাত পূর্ব শুভেচ্ছা বক্তব্যে পৌর মেয়র এস,এম মনিরুল হক তালুককদার মোরেলগঞ্জ পৌর শহরের বসাবসরত ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে একত্রিত হয়ে ঈদের জামাতে সামিল হতে নিদৃষ্ট একটি ঈদগাঁহ মাঠের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস,এম তারেক সুলতান বলেন, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের দায়িত্বে থেকে এ শহরের সকল মুসল্লিদের নিয়ে চাকুরীর সুবাদে দু’বছর ধরে এ মাঠে জামাতে অংশ গ্রহণ করতে পেরে আমি আনদ্দিনত।

অপরদিবক শুভেচ্ছা বক্তব্যে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন অন্যান্য এলাকার চেয়ে রমজান মাসে মোরেলগঞ্জের আইন শৃঙ্খলা ভাল থাকায় তিনি এ এলাকার সর্বাস্তরের জনগনকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT