1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

মুহাম্মাদ আল আমিন খুলনার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় বিশেষ সম্মাননা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৫৬৮ Time View

খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসারকে “নিরাপদ সড়ক চাই”(ডুমুরিয়া উপজেলা শাখা)সম্মাননা ক্রেস্ট প্রদান।

 

বুধবার সকালে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মাদ আল- আমিন খুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করেছে সামাজিক আন্দোলনমূলক সংগঠন “নিরাপদ সড়ক চাই (নিসচা)” ডুমুরিয়া শাখা।

 

নিসচা ডুমুরিয়া শাখার পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা’র ডুমুরিয়া শাখার সম্মানিত উপদেষ্টা বৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

 

ডুমুরিয়া উপজেলা মুহাম্মাদ আল আমিন তার দায়িত্বকালীন সময়ে ডুমুরিয়ার সার্বিক উন্নয়ন,জনগণের সেবা নিশ্চিতকরণ, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিশেষ করে জলাবদ্ধতা ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।তাঁর এই সাফল্যে এলাকাবাসী গর্বিত ও আনন্দিত। নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছেন,তা অনুকরণীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে যুগ যুগ ধরে।

 

উল্লেখ্য, এই সম্মাননা ভবিষ্যতে আরও অধিক দায়িত্বশীল ভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT