1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

মহম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার-১ 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ Time View
মহম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান

মাগুরার মহম্মদপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও নগদ অর্থসহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছেন। এ ঘটনায় রাশেদুজ্জামান ওরফে রাশেদুল ইসলাম (২৬) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

রবিবার সকালে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্র-গুলি, নগদ অর্থসহ বেশকিছু সরমঞ্জাম উদ্ধার এবং রাশেদুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাশেদ কালিশংকরপুর গ্রামের আকরাম মোল্যার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ ঠাকুর দাস মন্ডল।

 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, উপজেলার কালিশংকরপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের সময় জানা যায়- রাশেদুজ্জামানের বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য এবং অস্ত্র গুলি রয়েছে। এর সত্যতা যাচাই করার জন্য যৌথ বাহিনী উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করেন।

 

এ সময় রাশেদুজ্জামানের ঘরের মধ্য থেকে একটি দেশীয় তৈরী রিভলবার, ৪ রাউন্ড গুলি, একটি চাকু, নগদ ২৪ হাজার ৫শ টাকা এবং একটি হোন্ডা উদ্ধার করা হয়। রাশেদকে তাৎক্ষনাত গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে। মামলা হলে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT