1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

মহম্মদপুরে ‘জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬৩ Time View

বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের আয়োজনে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের হলরুমে ‘জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলার সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে শনিবার (২১ জুন) সকালে সোনালী ব্যাংক মহম্মদপুর শাখার সার্বিক সহযোগিতায় ‘জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এ ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়।

 

ওয়ার্কশপে বলেন, দেশের প্রচলিত বৈধ নোট বা মুদ্রার আদলে অবিকল নোট বা মুদ্রা তৈরি করে দেশের কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক কতৃপক্ষের অনুমোদন ছাড়া বাজারজাতকৃত নোটই হচ্ছে জাল বা নকল। এটা ১শ, ৫শ ও ১হাজার টাকার নোট বেশী হয়ে থাকে। টাকা তৈরির কাগজ বিদেশ থেকে আনা হয়। যা একশ পার্সেন্ট কটন ফাইবার। হাতের ঘষায় ঘোষঘষে মনে হয়, নোটের ভিতরের সুতা তুলা যায়না এবং কালার পরিবর্তন হয়। কিন্তু জাল নোট এর বিপরিত, সুতা তুলা যায়, খালার পরিবর্তন হয়না।

 

সোনালী ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার মোঃ আবুল কালামের সভাপতিত্বে ওয়ার্কশপ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান ও সোনালী ব্যাংক ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ ওয়াহিদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT