1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

মণিরামপুরে সহিংস আচরণ রোধে ‘শান্তি ও সম্প্রীতি’ সংলাপ অনুষ্ঠিত

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

মণিরামপুরে পিএফজির উদ্যোগে সহিংসতা বর্জন ও অসহিষ্ণু আচরণ রোধে শান্তি ও সম্প্রীতি’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঈমাম, পুরোহিত, শিক্ষক, বিভিন্ন এনজিও, সেচ্ছাসেবী সংগঠন ও সূধীজনের উপস্থিতিতে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় মণিরামপুর পৌরসভার হলরুমে এ ‘শান্তি ও সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রপ (পিএফজি) মণিরামপুর উপজেলা কমিটির আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিএফজির পিস ঐ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েল। সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’-এর মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি ও পিএফজি’র কো-অর্ডিনেটর অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনের সঞ্চালনায় এতে শান্তি ও সম্প্রীতি সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম।

আমন্ত্রিত অতিথি হিসেবে এতে অংশ গ্রহণ করেন ও বক্তব্য প্রদান মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা,
মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, আসাদুজ্জামান রয়েল, খান শফিয়ার রহমান, বিএনপি নেতা সন্তোস স্বর, জমিয়াতুল মোদারেসিন মণিরামপুর উপজেলা
কমিটির সভাপতি অধ্যক্ষ মফিজুর রহমান, পিএফজি’র পিস এ্যাম্বাসেডর গীতা রানী কুন্ডু, আব্দুল মান্নান, মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক এম. আলাউদ্দীন, তপন ভট্টাচার্য্য, সাবেক পৌর কাউন্সিলর পারভীনা আকতার, বাবুলাল
চৌধুরী, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর গিয়াস উদ্দীন, বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতা মাওলানা আজিজুর রহমান, আক্তার হোসেন, আজহার উদ্দীনসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT