1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

ভিডিও কল করার নিয়ম ইনস্টাগ্রামে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১৫ Time View

আইটি: মেটার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। সারাক্ষণ ছবি, রিলস শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে। দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রাম ব্যবহার করছেন অনেকে। তবে ফেসবুকের মতো অনেক ফিচারই পান না প্ল্যাটফর্মটিতে। এবার ইনস্টাগ্রামেও ভিডিও কলের সুবিধা আনলো মেটা।
দেখে নিন কীভাবে করবেন-
>> প্রথমে ইনস্টাগ্রাম খুলতে হবে।
>> এবার ডানদিকে কোণে যে কাগজের প্লেনের মতো ডাইরেক্ট মেসেজ আইকন আছে, সেটা ট্যাপ করুন।
>> যাকে ভিডিও কল করবেন, সেই ইউজারকে বেছে নিন।
>> ভিডিও কল শুরুর দুই উপায় রয়েছে, ১. চ্যাটের ক্যামেরা আইকনে ক্লিক করা, ২. স্ক্রিন ডান দিকে সোয়াইপ করা।
>> যার কাছে কল গেল তিনি নোটিফিকেশন পাবেন। এবার কল ধরবেন না কেটে দেবেন, সেটা তার ব্যাপার।
এছাড়া ইনস্টাগ্রামে ভিডিও কল চলার সময়েই কিছু মজার কাজ করা যায়, দেখে নিন সেগুলো-
>> ক্যামেরা ফ্রন্ট এবং ব্যাকে স্যুইচ করা যাবে।
>> দরকারে মাইক্রোফোন আইকনে ট্যাপ করে তা মিউট করা যাবে।
>> ইচ্ছে হলে স্মাইলি আইকনে ট্যাপ করে মজার মজার ইমোজি আর এফেক্ট যোগ করা যায়।
>> কল কাটার সময়ে লাল ফোন আইকনে ট্যাপ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT