1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

ভিডব্লিউবি’র চাল পা’চারের সময় ইউপি সদস্য ছাত্র জনতার হাতে আ’ট’ক

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৯ Time View

আশাশুনিতে ইউপি সদস্য কর্তৃক vwb এর চাল পাচার করতে গিয়ে ছাত্র জনতার হাতে আটক হয়েছে। বুধবার বেলা ১২টায় আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য শ্রাবন্তী বৈরাগী ছাত্র জনতার হাতে আটক হয়েছে।

 

বড়দল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সাগর, সহ-সভাপতি এস এম হাসান ও ছাত্রদল নেতা মিঠুন শিকারি জানান, বুধবার বেলা ১২টার দিকে বড়দল ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইউপি সদস্য শ্রাবন্তী বৈরাগী ও জোসনা নামের এক মহিলা দুজনে মিলে vwb এর চাল গাড়িতে ওঠানোর সময় তাদেরকে আটক করা হয়। কার চাল কোথায় যাচ্ছে প্রশ্ন করলে শ্রাবন্তী বৈরাগী বলে জোসনার নামে vwb কার্ডের চাল। সঙ্গে সঙ্গে জোসনা বলে মেম্বার আমাকে বলেছে তাই আমি গাড়িতে উঠিয়ে দিচ্ছি। আমার নামে কোন কার্ড নাই। ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে না থাকায় তাৎক্ষণিকভাবে কয়েকজন ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের কাছে চালটা জিম্মি রাখা হয়েছে এবং বিকাল ৪টার সময় স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদে বসে আপোষ মীমাংসার কথা ছিল কিন্তু বিকাল ৪টায় ওই অভিযুক্ত ইউপি সদস্য ইউনিয়ন পরিষদে হাজির হয়নি।

 

গ্রাম পুলিশ মোস্তাজুল বলেন ইউপি চেয়ারম্যান হাজির না থাকায় চালটার অথরাইজ ছিল ইউপি সদস্য কে এম রকিবুজ্জামান। তিনি মীমাংসার স্বার্থে বিকালে বসা-বসির জন্য ডাকছিল। কিন্তু সেখানে ইউপি সদস্য হাজির হয়নি। তিনি আরো বলেন, হেতালবুনিয়া গ্রামের অমিও হালদারের স্ত্রী অঞ্জনা হালদারের নামীয় কার্ডের চাল।

 

এ ব্যাপারে বড়দল ইউপির প্রশাসক চেয়ারম্যান আক্তার ফারুক বিল্লাল বলেন, আমি প্রশাসনিক কাজে বাইরে আছি পরিষদে না যেয়ে কোন কিছু বলতে পারছি না।

 

 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এই মহিলা ইউপির সদস্য শ্রাবন্তী বৈরাগী টাকার বিনিময় ছাড়া কারোর কার্ড করে দেয় না। এবং অনেকের নামে কার্ড করে দিয়ে নিজেই চাল উঠিয়ে খায়।

 

এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য শ্রাবন্তী বৈরাগী সত্যতা অস্বীকার করে বলেন, আমি কার্ডধারীর উপকার করার জন্য গাড়িতে চাল উঠিয়ে দিয়েছি সাতক্ষীরাগামী বাসে। তিনি সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান। এই রিপোর্ট লেখা পর্যন্ত vwb এর চাল পরিষদে জিম্মি আছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT