হুমায়ুন কবির।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।
ময়মনসিংহের নান্দাইলে আজ (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মীনি সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নান্দাইল উপজেলার আহবায়ক ও বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত ইয়াসের খান চৌধুরী’র নির্দেশনায় ও যুগ্ম-আহবায়ক বাবু পল্লব রায়ের নেতৃত্বে পৌর বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নান্দাইল চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক বিশাল গণ-দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর পুরোটা জীবন দেশ ও দেশের মানুষের কল্যানে ব্যয় করেছেন। আজকে তিনি অসুস্থ। দেশের কল্যানে তাঁর সুস্থ্যতা প্রয়োজন। আসুন দেশ নেত্রীর জন্য আমরা সকলে দোয়া করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর মা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করছেন এবং চিকিৎসার সর্ব কিছু সমন্বয় করছেন।
এছাড়াও উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে নান্দাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌসের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম-আহবায়ক বাবু পল্লব রায়, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক রবিউল করিম ভূঁইয়া বিপ্লব সহ প্রমুখ।