1. admin@theonlinenewsbangladesh.com : admin :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে

জয়পুরহাট সংবাদদাতা
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

জয়পুরহাটের কালাই উপজেলায় বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

 

শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নের বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তাদের ফুল দিয়ে বরণ করে নেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ।

 

জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক কর্মকাণ্ডে উপেক্ষিত হওয়ায় বিএনপি থেকে সরে এসেছেন এসব নেতাকর্মী। এরপর তারা জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে যোগাযোগ করে নতুন করে দলের রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

 

সদ্য যোগদান করা কর্মীরা জানান,“আগে অনেক দলের প্রতীকে ভোট দিয়েছি। এবার জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। কিন্তু দল থেকে তাকে মনোনয়ন না দেওয়ায় আমরা হতাশ হই এবং জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নেই। আমরা আজ আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করি।”

 

এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ বলেন,“বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থকরা জামায়াতকে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন। এতে আমি আবেগে আপ্লুত। আগামী নির্বাচনে নবাগতদের সঙ্গে নিয়ে জয়পুরহাট-২ আসনসহ কোরআনের আলোয় আলোকিত বাংলাদেশ গড়তে কাজ করব।”

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর আব্দুল আলিম, উপজেলা জামায়াতের সূরা সদস্য আবু সাঈদ মোঃ রকির উদ্দিন, উদয়পুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাজহারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আনছার আলী, ৪ নং নাম্বার ওয়ার্ড সেক্রেটারি আজিজার রহমানসহ সহ ইউনিয়নের বিভিন্ন কর্মী ও সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT