1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

বালিথায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক ব্যক্তির আ’ত্ম’হ’ত্যা

জিএম আমিনুল হক
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৯ Time View

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা মাঠপাড়ার সাইদ সরদার কালু(৩০) নামক এক ব্যক্তি গ্যাস ট্যাবলেট খেয়ে ১৩ সেপ্টেম্বর শনিবার সকালে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

 

জানা গেছে, বালিথা মাঠপাড়ার মৃত লোকমান সরদারের পুত্র ৩সন্তানের জনক সাইদ @কালু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী আছিরোন বিবির উপর অভিমান করে সকলের অগোচরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

 

এদিকে নিহতের বড় ভাই মাসুম সরদার জানান,আমার ভাই ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি তার মাথায় সমস্যা হচ্ছিল। এছাড়া অভাবের কারণে সে খুব চাপে ছিল। হয়তো সেকারণে আত্মহত্যা করতে পারে।

 

অপরদিকে, তার স্ত্রী আছিরোন বিবি জানান- ৩দিন আগে আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল কিন্তু তা মিটে গেছে। সে কাল রাত থেকে একেক সময় একেক রকম কথাবার্তা বলছিল। সকালে আমাকে দোকানে পাঠিয়ে সে ঘরের ভিতর গ্যাস ট্যাবলেট খেয়েছে। আমি দোকান থেকে এসে দেখি তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তখন আমার স্বামী আমকে বলে- সে আর বাঁচবে না।তখন আমি ডাক চিৎকার দিলে আমার ভাসুরসহ স্থানীয় লোকজন এসে সদর হাসপাতালে নিয়ে আসার সময় তার মৃত্যু হয়।

 

এঘটনায় সাতক্ষীরা সদর থানার এস আই ইব্রাহিম মোল্লা জানান – নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি,থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে তার মৃত্যুতে এলাকায় নানান গুঞ্জন শোনা যাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT