1. admin@theonlinenewsbangladesh.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

বাগেরহাটে রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৫২ Time View
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পবিত্র রমজান মাসে স্থানীয় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাসের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মাদ ছাহেব আলী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকি, কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, বাগেরহাট কাচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার ফখরুল আলম সাহেব সহ মতবিনিময় সভায় বাগেরহাট চেম্বাবার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, হোটেল রেস্তরা মালিক, চাল ব্যাবসায়ি, আড়ৎদার মালিক সমিতি, কাচা বাজার সমিতি, মুরগী বিক্রেতা সমিতি , মাংস বিক্রেতা সমিতি, ভোক্ত অধিকার ,কৃষি বিপনন কতৃপক্ষসহ সকল ব্যাবসায়ি সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও জেলা পর্য়াযের অফিস প্রধানরা উপস্থিত ছিলেন ।
এ সভায় রমজান মাসে দ্রব্য মূল্য সাধারন ত্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সকলে মিলে এক যোগে কাজ করার সিন্ধান্ত নেয়া হয় ।
সভায়, আসন্ন রমজান উপলক্ষে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার আহবান জানান। কোন ব্যবসায়ী ঠুনকো অযুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করলে ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন জেলা প্রশাসক। সেই সাথে বাজার দর স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং জোরদ্বার ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT