বাগেরহাটে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
২৪৪
Time View
সৈয়দ শওকত হোসেন,,বাগেরহাট: দরজায় কঁড়া নাড়ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সারাদেশের মত বাগেরহাট জেলায় বইছে নির্বাচনী হাওয়া। চা এর আড্ডা থেকে চলাফেরার পথে সর্বত্র আলোচনায় গুরুত্ব পাচ্ছে, কে হচ্ছেন নতুন উপজেলা চেয়ারম্যান। আর এবারের উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় উপজেলা পরিষদ নির্বাচন এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে অবস্থান করছে।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ চেয়ারম্যান পদে১২, ভাইস চেয়ারম্যান১৪ ও মহিলা (সংরক্ষিত ) ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন, বলে সাংবাদিকদের জানিয়েছেন বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার । প্রথম ধাপের নির্বাচনে বাগেরহাট জেলার তিনটি উপজেলায় নির্বাচন হবে।