1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

বগুড়ায় জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে উদীচী

বগুড়া সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ Time View
জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে উদীচী
জাতীয় সঙ্গীত নিয়ে হীন চক্রান্তের প্রতিবাদ এবং এর সাথে জড়িতদের রুখে দেয়ার প্রত্যয় নিয়ে সারাদেশে একযোগে জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচির অংশ হিসাবে আজ সকাল ১০ টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় “সমস্বরে জাতীয় সঙ্গীত”এর আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদ।
উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। জাতীয় সংগীত শেষে উদীচীসহ ত্রিতাল, চর্চা সাংস্কৃতিক একাডেমি, বাউল গোষ্ঠী, শিশু নাট্যদল, প্রকাশ শৈলী,  সংগীত পাঠশালা, শ্রুতি নন্দন সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীবৃন্দ দেশের গান পরিবেশন করেন।
সমাপনী বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু বলেন, “ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মহান মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতসহ এদেশের আপামর জনসাধারণের প্রাণের সব বিষয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র দেখা যাচ্ছে। একটি ধর্মান্ধ স্বার্থান্বেষী গোষ্ঠী ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানের মূল সুরকে বিকৃত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধীতা করা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার উপর আঘাত হানতে শুরু করেছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের অবসান ও বৈষম্যের অবসানের কথা বলা হয়েছে, সেটি সম্ভব মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক ন্যায় বিচার এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানের চার মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও  জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। অন্য কোন স্বৈরাচারী এবং ফ্যাসিস্টের ছায়ায় কেউ যদি মুক্তিযুদ্ধের বিরোধিতায় নামে দেশবাসীকে সাথে নিয়ে উদীচী শিল্পীগোষ্ঠী তাদেরকে প্রতিহত করবে।
তিনি আরো বলেন, “জাতীয় সংগীত, জাতীয় পতাকা, মহান মুক্তিযুদ্ধ, ভাষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য,  শিল্প, সংস্কৃতি বিষয়ে ষড়যন্ত্রকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবে না।
উক্ত কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বাংলাদেশ জাসদ, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, দিন বদলের মঞ্চ, সিপিবি নারী সেল, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দসহ বগুড়ার আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT