1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

বগুড়ায় বিদেশী পি স্ত ল ও গুলি উদ্ধার

বগুড়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৬৩১ Time View
বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

বগুড়ার ধুনটে বিদেশী পিস্তলসহ তাজা আট রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেল অনুমান সাড়ে ৫ টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের রান্ডিলা গ্রামস্থ স্বর্ণকারপাড়া মোড়ের পশ্চিম পার্শ্বে জনৈক এক কৃষকের পোটলের ক্ষেত থেকে এ পিস্তল উদ্ধার করে।

 

আজ শনিবার (১২ই অক্টোবর) দুপুরে থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হায়দার সঙ্গীয় ফোর্স নিয়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ধুনট থানা এলাকায় কর্তব্যরত অবস্থায় বিকেল অনুমান ৫ টার দিকে উপজেলার রান্ডিলা টু নওদাব্রক্ষ্মগাছা ইটপাড়া রাস্তার রান্ডিলা গ্রামস্থ স্বর্ণকারপাড়া মোড় নামক রাস্তার পশ্চিম পার্শ্বে জনৈক আকুমুদ্দিন স্বর্ণকার এর পটল ক্ষেতের আইলে পরিত্যক্ত অবস্থায় একটি কালো রংয়ের পিস্তল পড়ে আছে এবং বেশকিছু লোকজন পিস্তলটি দেখার জন্য জমায়েত হয়ে আছে। এমন খবর পেয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করে ঘটনাস্থল থেকে অনুমান ৫.৩০ টার দিকে পরিত্যাক্ত অবস্থায় একটি কালো রংয়ের লোহার তৈরী বিদেশী ম্যাগাজিন যুক্ত পিস্তল উদ্ধার ও ম্যাগাজিনের ভিতরে থাকা ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। যার ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত, বাটসহ লম্বা প্রায় ১৮ সে.মি এবং একটি ম্যাগাজিন যার দৈঘ্য প্রায় ১১ সে.মি।

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, জব্দকৃত পিস্তল শুক্রবার ডাইরীভুক্ত (জিডি নং-৬৬৫) করে থানা মালখানায় বিধি মোতাবেক জমা রাখা হয়েছে। পুলিশ সুপার বগুড়া স্যারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল, বগুড়া স্যারের নেতৃত্বে ধুনট থানা পুলিশ সকল প্রকার অপরাধ দমনে বদ্ধ পরিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT