বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
বগুড়া প্রতিনিধি
Update Time :
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
২৩৭
Time View
নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
বগুড়ার নবনিযুক্ত পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম) জেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গত ৮ সেপ্টেম্বর তিনি বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। আজ ১০ সেপ্টেম্বর সকাল ১১:৩০টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মো. জেদান আল মুসা নিজেই। সভায় পুলিশ সুপার তার পরিচয় তুলে ধরে জানান, তিনি সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন জেলায় কাজ করেছেন এবং বগুড়াতেও একইভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাংবাদিকদের কাছ থেকে তিনি বগুড়া জেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে অন্যায়, দুর্নীতি, যানজটসহ অন্যান্য সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
পুলিশ সুপার মো: জেদান আল মুসা ২৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিজীবনের শুরু সাতক্ষীরা জেলায় এবং তিনি কিশোরগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম মেট্রোপলিটন ও সিলেট মেট্রোপলিটনে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ায়। বর্তমানে তিনি বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। উক্ত মত বিনিময় সভায় বগুড়ার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।