২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনামঃ
আজ ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস। আজ ৬ই ডিসেম্বর সুনামগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবস,৪৮জন শহীদের গণকবরে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী প্রদান চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেল ও মোবাইলসহ আটক ২ সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের মনোনয়ন বঞ্চিত দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার ভারতীয় হাইকমিশনের অনুরোধের অন্তঃসত্ত্বা সোনালীকে বিএসএফের নিকট হস্তান্তর করল বিজিবি কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়নে নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি হরিণাকুণ্ডুতে ভোর হলো ঝিনাইদহের আয়োজনে সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজে নবান্ন উৎসব ২০২৫ উদযাপিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বম্ভরপুরের ভাদেরটেক বাজারে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিজয় মাসে যুবক ও তরুন প্রজন্মকে নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

ফরিদপুরে ‌মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রা ‌

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫,

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ঐতিহাসিক ৭ই নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ফরিদপুরে সমাবেশ ও শোভাযাত্রা ‌অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি’র যৌথ উদ্যোগে, (৭ নভেম্বর) শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে দিবসটি উপলক্ষে শহরের সিভিল সার্জন সড়ক হতে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলপুকুর ড্রীমসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়

সংগঠনের জেলা শাখার সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের সভাপতিত্বে, এ-সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর-৩ সদর আসনে ‌ জাতীয়তাবাদী দলের ‌ধানের শীষের প্রার্থী নায়াব ইউসুফ।

এ-সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র ‌যুগ্ন আহবায়ক আজম খান, রশিদুল ইসলাম লিটন ‌তানভীর চৌধুরী রুবেল, এ্যাড. গোলাম রব্বানী ‌ভূঁইয়া ‌রতন,
মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিনান আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিতাই রায়, জেলা যুবদলের ‌ সভাপতি ‌রাজিব হোসেন, মহানগর ‌ যুবদলের‌‌ ভারপ্রাপ্ত ‌সভাপতি ‌এম এম ইউসুফ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ‌আলী রেজওয়ান বিশ্বাস তরুন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি ‌চৌধুরী নাজমুল আলম রঞ্জন, কৃষক ‌ দলের সাধারণ সম্পাদক ‌মুরাদ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব শুধু একটি মোড় পরিবর্তনকারী ঘটনা নয়। এটি ছিল আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত সিপাহী ও জনতা জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে রাজপথে নেমে এসেছিল। স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন গোষ্ঠী নিজস্ব স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবার মুখে ঠেলে দিয়েছিল।

ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে তারা একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করে। বাকশালী সরকার চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলো হরণ করে।দেশমাতৃকার এই চরম সংকটকালে ১৯৭৫ সালের ৩ নভেম্বর কুচক্রীরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দী করে। জাতির এই গভীর সংকটে ৭ নভেম্বর স্বাধীনতা রক্ষায় অকুতোভয় সৈনিক ও জনতার ঢল রাজপথে নেমে আসে। জন্ম নেয় এক অনন্য সংহতি, মুক্ত হন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। শহীদ জিয়া যদিও শাহাদাত বরণ করেন, কিন্তু তার আদর্শে বলীয়ান দেশপ্রেমিক জনগণ আজও স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

এরআগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়।
এ সময় তারা ‌ফরিদপুর ৩ আসনের ‌ সংসদ সদস্য পদপ্রার্থী নায়াব ইউসুফ ও ধানের শীষের পক্ষে বিভিন্ন শ্লোগান প্রদান করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন