1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

ফতুল্লার লিংক রোডে বিভিন্ন দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জাহাঙ্গীর হোসেন
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৭৫৮ Time View

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লিংক রোডে স্টেডিয়াম এলাকায় রাস্তা পারাপারে ফুট ওভার ব্রিজ, সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের দাবীতে ফতুল্লা ও কুতুবপুর ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার (২০ জুন) বিকেল ৪ টায় ফতুল্লার স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে মানববন্ধন অনুষ্ঠানের আয়োজক ও সঞ্চচালক সেলিম মুন্সির সভাপতিত্বে মাননবন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মন্টু মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমীন। উপস্থিত বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু তাহের মোল্লা, বিশিষ্ট সমাজসেবক মনির হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপি ৮ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ খোকন, ফতুল্লা থানা তাঁতি দলের সাভাপতি ঈমন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, অনুষ্ঠানের অন্যতম আয়োজক ব্রাইট স্টার ক্লাবের সভাপতি আশরাফ উদ্দিন জুয়েল, জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী সদস্য জাবেদ আলম, জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী আব্দুর রহমান গাফ্ফারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা মুখপাত্র মো. জহিরুল ইসলাম।

 

অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন মোল্লা, সমাজ সেবক সহিদুজ্জামান শাহিন, আহসানুল্লাহ অভি, ইমরান হোসেন, আবু জাহের মোল্লা, অনুষ্ঠানের অন্যতম আয়োজক শিহাব উদ্দিন সাকিব, মো. ইমন, জাহিদুল ইসলাম তানভীর, সাফোয়ান, মো. হোসেন অন্তর।

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ বলেন, ফতুল্লা স্টেডিয়াম বাস স্ট্যান্ড এলাকাটি নারায়ণগঞ্জের একটি অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা। প্রতিদিন এই স্থানে কয়েক হাজার মানুষ চলাচল করেন। কিন্তু দুঃখজনকভাবে এই গুরুত্বপূর্ণ স্থানে এখনো কোনো ফুট ওভারব্রিজ নেই, যার ফলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে।

 

এরই মধ্যে রাস্তা পার হতে গিয়ে দুইজন মূল্যবান প্রাণ হারিয়েছেন। অথচ এই এলাকা ঘিরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট, সরকারী ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীসহ লক্ষ লক্ষ বাসিন্দাদের নিয়মিত যাতায়াত। বর্তমানে এখানে পরিস্থিতি এতটাই নাজুক যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 

এই অবস্থা নিরসনে বক্তাগন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট একটি ফুট ওভারব্রিজ স্থাপনের জোর দাবী করেন। সেই সাথে একসময় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করার পদক্ষেপ নেয়ার দাবী করেন।।

এই শান্তিপূর্ণ মানববন্ধনে এলাকার শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করছেন।

তাদের দাবী ছিল : ১. দ্রুততম সময়ের মধ্যে ফতুল্লা স্টেডিয়াম বাস স্ট্যান্ডে একটি আধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণ করা হোক।

২. যতদিন পর্যন্ত ওভারব্রিজ নির্মাণ না হয়, ততদিন ট্রাফিক পুলিশ বা নিরাপত্তা কর্মী নিয়োগ করে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

৩. দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

আমরা বিশ্বাস করি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের এই ন্যায্য দাবিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। মানবিক বিবেচনায় মানুষের প্রাণ রক্ষার এই উদ্যোগে সংশ্লিষ্ট কতৃপক্ষ মূল্যয়ণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT