1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

পিরোজপুরে গাছ কেটে রাস্তার বেহাল দশা, যান চলাচলে চরম দুর্ভোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৮০২ Time View

এস.ডি রিপন মাহমুদঃ পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের
দক্ষিণ রানীপুর থেকে শনিরবাজারে যাওয়ার পাকা রা¯তার পার্শের গাছ কেটে নিয়েছে
আনোয়ার সাজ্জাল নামের এক ব্যবসায়ী। তাতে রাস্তা ভেঙ্গে যান চলাচলে দুর্ভোগ হয়েছে।
জানাযায়, পাকা রাস্তাটির পার্শে থাকা গাছগুলি মালিক পক্ষ আনোয়র সাজ্জাল নামের এক
কাঠ ব্যবসায়ীর কাজে বিক্রি করে দেয়। গাছগুলো কেটে নেওয়ার সময় রাস্তার প্রায় ৪০/৫০
শতাংশে বড় বড় গর্ত তৈরী হয়। যে কারণে রাস্তাটি প্রায় যান চলাচলের অযোগ্য হয়ে
পড়েছে। এলাকার কতিপয় লোকজন আনোয়ার সাজ্জালের কাছে গিয়ে গর্তগুলো ভরাট করার
কথা বললে তাদেরকে নানারকম হুমকি দিয়েছেন বলে জানাযায়।
সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, রাস্তাটি দিয়ে শত শত অটোরিক্সা সহ
বিভিন্ন যান বাহন চলাচল করে। গাছগুলো কেটে নেওয়ার পর থেকে রাস্তাটার বেহাল দশা
হয়েছে। বর্তমানে পাকা রাস্তাটি প্রায় নষ্ট হওয়ার পথে।
শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বলেন এধরনের রাস্তার ক্ষতি করা এলাকাবাসি কখনো মেনে
নিবেনা। যারা এমন কাজ করছে তারা নিজ উদ্যোগে রাস্তাটি মেরামত করে দিলেই উত্তম
হবে।
গ্রাম পুলিশ আল আমিন বলেন, রাস্তাটির পাশের গাছ কেটে নেওয়ার পর আমি আনোয়ার
সাজ্জালের বাড়িতে ৩/৪ দিন গিয়েছি। রাস্তার গর্তগুলো ভরাট করে দেওয়ার কথা থাকলেও পরে
আর ভরাট করে দেয় নাই। তবে তিনি সবাইকে বিভিন্ন ভাবে হুমকি দমকি দিয়ে আসছে।
এবিষয় ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন মহলে জানানো হয়েছে। তবে কোন
প্রতিকার এখনো পাওয়া যায়নি। রাস্তার এমন বেহাল অবস্থায় ক্ষীপ এলাকাবাসী।
তবে অভিযুক্ত আনোয়ার সাজ্জালের সাথে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হন
নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT